promotional_ad

মুস্তাফিজের পাশে দাঁড়ালেন জহুরুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। দুর্দান্ত এই জয়ের অন্যতম নায়ক কুমিল্লার অধিনায়ক দাশুন শানাকা। 


কেননা তাঁর ৩১ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে নির্ধারিত ২০ ওভারে রংপুরের সামনে ১৭৪ রানের বিশাল লক্ষ্য দেয় কুমিল্লা। রংপুরের পেসার মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভার থেকে ২৬ রান নেন শানাকা। সেই ওভারে ৪টি ছক্কা হাঁকান তিনি। 



promotional_ad

মুস্তাফিজের সেই ওভারটি টার্নিং পয়েন্ট হলেও ম্যাচ শেষে তাঁর পাশে দাঁড়াচ্ছেন রংপুর ডানহাতি ব্যাটসম্যান জহুরুল ইসলাম। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। 


মুস্তাফিজকে বড় মাপের বোলার আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে জহুরুল বলেন, 'এটা হতেই পারে। আসলে এটা মোমেন্টামের খেলা। প্রথম দুইটা ছয় খাওয়ার পরে সব বোলারই আপসেট হয়, যেকোনো বোলারই দেখা যায় মাথা কাজ করে না একটা সময় এসে। মুস্তাফিজ অনেক বড় মাপের বোলার। এটা যেকোনো বোলারেরই হতে পারে।'


শানাকা ঝড়ের আগে অবশ্য বল হাতে দারুণ পারফর্ম করেন মুস্তফিজ। ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করেন তিনি। কিন্তু সেই এক ওভারই সবকিছু এলোমেলো করে দেয় তাঁর। জহুরুলের মতে প্রথম দুটি ছক্কার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুস্তাফিজ।



তিনি বলেন, 'ও আগের তিনটা ওভার অনেক ভালো করেছে। হঠাৎ করে দুটি ছয় খাওয়ার পরে ওর সেট আপটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। সে প্ল্যানের বাইরে চলে গেছে। এটা একটা ভুল হয়ে গেছে। এটা হতেই পারে। তবে এরপরেও আমি বলবো যে প্রথম ১৬ ওভার আমাদের দল অনেক ভালো অবস্থানে ছিল এবং বোলিংও অনেক ভালো হচ্ছিল। হঠাৎ করে এরপরে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি।'


   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball