promotional_ad

বিপিএল দিয়ে ব্যাটিং অর্ডারে উন্নতি চান মোসাদ্দেক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের মতে বঙ্গবন্ধু বিপিএলে ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলের ব্যাটিং অর্ডারে উন্নতি হবে তাঁর। জাতীয় দলে সাধারণত ছয় কিংবা সাত নম্বরে ব্যাটিং করলেও ঘরোয়া ক্রিকেটে চার অথবা পাঁচে খেলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। 


মোসাদ্দেকের বিশ্বাস বিপিএলে এই পজিশনে ভালো খেলতে পারলে জাতীয় দলেও তাঁকে চার কিংবা পাঁচে নামানোর কথা চিন্তা করবেন নির্বাচকরা। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই জানান সিলেট থান্ডারের অধিনায়ক।



promotional_ad

মোসাদ্দেক বলেন, 'ঘরোয়া ক্রিকেটে আমি চার-পাঁচেই ব্যাটিং করার চেষ্টা করি। জাতীয় দলে এমন সুযোগ মেলেনি। বিপিএলে ভালো করলে কোচ-নির্বাচকরা হয়ত জাতীয় দলে উপরে ব্যাটিং করানোর বিষয়ে চিন্তা করবেন।'


অবশ্য সিলেটের হয়ে কোন পজিশনে ব্যাটিং করবেন এই ব্যাপারটি এখনও অজানা মোসাদ্দেকের। বিষয়টি কোচ এবং ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিয়েছেন তিনি। মোসাদ্দেকের ভাষ্যমতে, 'বিপিএলে কোথায় ব্যাট করবো এখনো জানি না। কোচ-ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, হয়ত চার বা পাঁচেই করব। এটা আমার জন্য বড় সুযোগ। আমি মনে করি নিজেকে এখানে দেখানোর সুযোগ আছে।' 


বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মোসাদ্দেকের নেতৃত্বাধীন সিলেট থান্ডার। বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শের-ই ব বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball