ব্যাট হাতেও অবদান রাখতে চান মিরাজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বয়সভিত্তিক দলে পুরোদস্তর অলরাউন্ডার ছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে তাঁর পরিচয় একজন বিশেষজ্ঞ অফ স্পিনার। মাঝে মাঝে ব্যাট হাতেও আলো ছড়াতে দেখা যায় তাঁকে।
বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। দলের হয়ে ব্যাট হাতেও পারফর্ম করতে চান মিরাজ। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ জানিয়েছেন ব্যাটিং সবসময় উপভোগ করেন তিনি।

এ প্রসঙ্গে মিরাজ বলেছেন, 'আমি সবসময় যেটা বলি যে আমি সবসময় ব্যাটিং করতে উপভোগ করি। আর আমার দলের প্রয়োজনে যতটুকু দিতে পারি সেটা দেয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করার জন্য।'
মিরাজ জানেন টি-টোয়েন্টিতে শুরু থেকেই হাত খুলে খেলতে হয়। ব্যাটিংয়ের জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। তাঁর লক্ষ্য যতটুকু সময় পাবেন এর মধ্যেই ভালো ব্যাটিং করার। এটাই তাঁর ব্যক্তিগত চাওয়া।
মিরাজের ভাষ্য, 'অবশ্যই টি-টোয়েন্টিতে খুব বেশি বল পাবো না খেলার জন্য। তবে যতটুকু পাবো সেটাই যেন কাজে লাগাতে পারি এবং ভালো করতে পারি এটাই আমার ব্যক্তিগত চাওয়া।'