promotional_ad

গেইল-মাহমুদউল্লাহকে ছাড়াই মাঠে নামছে চট্টগ্রাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে বুধবার পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের। বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে বিদেশি তারকাদের মধ্যে খেলবেন ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্সরা। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়ররা থাকছেন দলটিতে। 


যদিও প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত থাকছেন চট্টগ্রামের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি।



promotional_ad

এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে না পারায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহর পাশাপাশি এই ম্যাচে খেলবেন না বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস।


চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট থান্ডারও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। বিদেশিদের মধ্যে তারা দলে ভিড়িয়েছে আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ সামি, শিরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিসদের। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজিরা, এবাদত হোসেনরা। 


নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে উন্মাদনার শেষ নেই দেশের ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে। এর আঁচ পাওয়া গিয়েছে গত রবিবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও। 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনীতে উপচে পড়া ভিড় দেখা গেছে শের-ই বাংলা স্টেডিয়ামে। 



অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার টুর্নামেন্টের মূল লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছে দর্শকরা।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, মুসা খান, চ্যাডউইক ওয়ালটন।


সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুয়েল মিয়া, এবাদত হোসেন, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, শেলডন কটরেল মোহাম্মদ সামি, আন্দ্রে ফ্লেচার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball