মাহমুদউল্লাহকে নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রাম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহকে রিয়াদকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইনজুরির কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম ম্যাচে নাও খেলা হতে পারে অভিজ্ঞ এই অলরাউন্ডারের।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাহমুদউল্লাহ। দিবা-রাত্রির সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি এই ব্যাটসম্যান।

দুইদিন এক ঘণ্টায় টেস্ট হারের পর সেদিনই দেশে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর কয়েকদিন মাঠের বাইরে থাকলেও চলতি মাসের শুরুর দিকে অনুশীলনে ফেরেন মাহমুদউল্লাহ। মিরপুরের একাডেমিতে কয়েকদিন অনুশীলন করেছেন তিনি। তবে এখনও চোট পুরদমে সেরে ওঠেনি তাঁর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে মাহমুদউল্লাহর জন্য। ডানহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়া হবে না।
দেবাশিষ বলেন, ‘প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার চোট এখনও পুরোপুরিভাবে সেরে ওঠেনি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব তার জন্য। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছি না আমরা।’
‘সে অনেকখানি সেরে ওঠেছে। ওকে নিজের ওপর চাপ না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আমার মনে হয়, সে আরেকটু অপেক্ষা করতে পারবে। আমরা ওকে এই পরামর্শই দিয়েছি। দেবাশিষ আরও যোগ করেন।
আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ এই আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের।