আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য অস্ট্রেলিয়ানদের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার ধরে রাখা, দলবদল করার কাজ শেষ করে নিলামের অপেক্ষায় আছে আইপিএলের দলগুলো। স্কোয়াড সম্পূর্ণ করতে নিলামে শেষ সুযোগ পাচ্ছে তারা।
কলকাতায় আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। দল থেকে বাদ পড়া ক্রিকেটার কিংবা আইপিএলে খেলতে ইচ্ছুক ক্রিকেটাররা ইতোমধ্যে নিজেদের ভিত্তিমূল্য নির্ধারণ করে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। দেশি-বিদেশি মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম তোলা হবে আসন্ন আইপিএলের নিলামে।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য রবিন উথাপ্পার। নিজের জন্য দেড় কোটি রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
দেড় কোটি রুপি ভিত্তিমূল্যতে রয়েছেন আরও ৮ জন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ, পেসার কেন রিচার্ডসন রয়েছেন এই তালিকায়। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান, ওপেনার জেসন রয়, অলরাউন্ডার ডেভিড উইলি এবং পেসার ক্রিস ওকসের ভিত্তিমূল্য ১.৫ কোটি।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে রয়েছেন সাতজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটসম্যান ক্রিস লিন, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, পেসার প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড রয়েছেন এই তালিকায়। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন নিজেকে রেখেছেন ২ কোটি রুপির ভিত্তিমূল্যতে।
শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ভিত্তিমূল্যও ২ কোটি রুপি। এরআগে অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্কের নাম শোনা গেলেও পরবর্তীতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।