promotional_ad

ঢাকা, ঢাকার মতোই দল গড়েছেঃ বিজয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই শক্তিশালী দল গঠন করে ঢাকার পক্ষে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজি। এবারের বঙ্গবন্ধু বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নেই, তবুও ঢাকা প্লাটুনের স্কোয়াডটি বরাবরের মতোই শক্তিশালী বলে মনে করছেন দলটির ওপেনার এনামুল হক বিজয়।

ক্রিস গেইল, এভিন লুইস, কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, তিলকারত্নে দিলশান, ডোয়াইন ব্রাভো, আজহার মাহমুদ, সাঈদ আজমল, ইমরান নাজির, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং মোহাম্মদ আশরাফুলদের মতো দেশীয় এবং বিদেশী ক্রিকেটাররা ঢাকার হয়ে বিভিন্ন সময়ে বিপিএলে খেলেছেন।

বিপিএলের জন্মলগ্ন থেকেই তারার ছড়াছড়ি দেখা গিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটিতে। পুরনোদের মধ্যে এবার অবশ্য আফ্রিদি, মাশরাফিদের দলে ভেড়াতে পেরেছে ঢাকা।

এ ছাড়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল, মুমিনুল হক ও রকিবুল হাসানরা আছেন দলটিতে। বিদেশিদের মধ্যে থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ ও লরি ইভান্সদের মতো তারকারা আছেন এই দলে। দল নিয়ে তাই দারুণ সন্তুষ্ট বিজয়।

রবিবার মিরপুরে বিজয় বলেন, ‘আমাদের ঢাকা প্লাটুনের অসাধারণ একটি দল হয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল সেখানে আছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল আছেন। মাশরাফি ভাইয়ের মতো নেতা আছেন। আফ্রিদি, ওয়াহাব রিয়াজদের মতো ক্রিকেটার আছেন। যে দলে স্বাচ্ছন্দ্যমতো খেলা যাবে। দলের জন্য দলের মতো করে খেলা যাবে।’

‘আমার কাছে মনে হয় ঢাকা, ঢাকার মতোই দল করেছে। ঢাকার জন্য একটা উত্তেজনা কাজ করে সবার মধ্যে। আমার মনে হয় এবারও সেটা থাকবে। দল হিসেবে আমরা অনেক ভালো আছি। অনেক আগেভাগে আমরা অনুশীলনও শুরু করেছি। আমাদের মধ্যে সেই রোমাঞ্চ আছে বলেই আমরা অনেক আগেভাগে অনুশীলন শুরু করে দিয়েছি।’

মাশরাফির নেতৃত্বে ঢাকার হয়ে বিপিএলের প্রথম দুই আসরে শিরোপা জেতেন বিজয়। এরপর কুমিল্লার হয়ে গত আসরে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা জেতেন তিনি। এই বিপিএলেও ভালো করতে চান বিজয়।

‘চেষ্টা করব এবারের বিপিএলটা খুব আনন্দের সাথে খেলার। যেহেতু মাশরাফি ভাই আছে, গ্লাডিয়েটর্সে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি। তারপর কুমিল্লাতে তামিম ভাইয়ের সাথে চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন সতীর্থ সবাই। আমার মনে হয় খুব আনন্দের মধ্যে দিয়ে যাবে।’

‘এই আনন্দটাকে যদি ক্রিকেট মাঠে আমি খুব সুন্দর করে উপভোগ করতে পারি, নিজের শতভাগ দিয়ে থাকতে পারি, তাহলে এই বিপিএল আমার জন্য খুব স্মরণীয় হবে।’

ঢাকা প্লাটুন স্কোয়াডঃ 



promotional_ad

দেশি: তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান ও জাকের আলী।

বিদেশি ক্রিকেটার: শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, লরি ইভান্স, আসিফ আলী ও লুইস ক্রিস।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball