এবারের বিপিএল উদ্বোধনী হবে স্মরণকালের সেরা!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানটি হবে স্মরণকালের সেরা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে এমন, যা বাংলাদেশের মাটিতে আগে কখনও করা হয়নি বলেও জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি এবার আয়োজন করবে বিসিবি। ১১ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠান করা হবে ৮ ডিসেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নাজমুল হাসান বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল প্রোগ্রাম রাখা হবে। এটা তো এখন বলা যাবে না। অনেক সুন্দর প্রোগ্রাম করার ইচ্ছা আছে। এখন ইচ্ছা থাকলে সব হবে কিনা সেটা তো জানি না। আমাদের ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যে ,একসঙ্গে এতো জিনিস এর আগে বাংলাদেশে কেউ করেনি। আমরা এমনই কিছু করতে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিপিএল উদ্বোধন করবেন বলেও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম উদ্বোধনীর তারিখের জন্য। প্রথমে ঠিক করা হলো ৮ তারিখ থেকে কাউন্ট ডাউন। এরপরেই বলা হলো যে ৮ তারিখে উনি এটা করবেন। সকালে দিনের বেলা অন্য কোনো প্রোগ্রাম আছে কিনা আমি জানি না। তবে ৮ তারিখে শুরু করতে পারছি এর জন্য আমি আনন্দিত।’
বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকার ব্যাপারটি এবারই প্রথম ঘটতে যাচ্ছে। টিম স্পন্সরশিপের মাধ্যমে বিপিএল চালাবে বিসিবি। তবে সর্বশেষ আসরের মতো এবারও সাতটি দল অংশ নেবে বিপিএলে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।