promotional_ad

সিপিএলের ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ সাকিবদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান নিয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে বার্বাডোজ ট্রাইডেন্টস। কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে যায় দলটি। টুর্নামেন্টের ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেন সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, জেসন হোল্ডাররা।


সেরা দুই দলের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করায় দ্বিতীয় সুযোগ পাচ্ছে সাকিবদের দল। ফাইনালের টিকেট কাটতে ১১ অক্টোবর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে বার্বাডোজ। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।



promotional_ad

গায়ানার বিপক্ষে ৩০ রানে হারে বার্বাডোজ। সাকিব আল হাসান এদিন ব্যাটে-বলে নিস্প্রভ ছিলেন। তবে নিজের প্রথম তিন ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আসন্ন এ ম্যাচেও নিজেকে মেলে ধরতে চাইবেন সাকিব।


গ্রুপ পর্বের দুই দেখার দুইবারই কাইরন পোলার্ডের নাইট রাইডার্সকে হারায় বার্বাডোজ। প্রথম দেখায় ৬৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে নাইট রাইডার্সকে পরাজিত করে জেসন হোল্ডারের দল।


তাই প্রতিপক্ষ হিসেবে নাইট রাইডার্সকে পেয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে বার্বাডোজ। তবে এলিমিনেটর ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়র্সকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে ডুয়াইন ব্রাভো, সুনিল নারিনরা।



বার্বাডোজের বিপক্ষে দুইবার হারলেও শুক্রবারের ম্যাচে ছেড়ে কথা বলবে না নাইট রাইডার্স। শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসেও কমতি নেই তাদের। শক্তিতেও সমানে সমান দুই দল। তাই হাড্ডাহাড্ডি একটি ম্যাচের অপেক্ষায় আছে ক্যারিবীয় ক্রিকেট ভক্তরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball