নাইট রাইডার্সে ফিরছেন ডেভিড হাসি
ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হাসি এবং সাবেক কিউই পেসার কাইল মিলস। দলটির প্রধান মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হাসি। অপরদিকে বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন মিলস।
'নাইট রাইডার্স পরিবারে ডেভিড এবং মিলসকে স্বাগতম। তারা অনেক অভিজ্ঞ এবং পেশাদার। আশা করব তারা নাইট রাইডার্সে অনেক অমূল্য কিছু দিতে পারবে।' কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইপিএলের শুরুর দিকে কলকাতায় খেলেন হাসি। শাহরুখ খানের দলের হয়ে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুমে ২৩টি ম্যাচ খেলেন তিনি। পরে অবশ্য চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন তিনি।
লম্বা সময় পর আবারো কলকাতার ডাগ আউটে ফিরলেন ৪২ বছর বয়সী হাসি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হাসির রেকর্ডই তাঁকে কলকাতায় ফিরিয়েছে। সারাবিশ্বে ২৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে হাসি করেন ৬০৯৭ রান, উইকেট নিয়েছেন ৬৮টি।
কিছুদিন আগে কলকাতার প্রধান কোচের দায়িত্ব পান সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালামের পরামর্শে মিলসকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে আইপিএলে দুইবারের শিরোপাজয়ী কলকাতা।