promotional_ad

বিসিসিআইয়ের কানুনে বন্দী হরভজন

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছরের জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে নতুন সংস্করণের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’। এই আসরের ড্রাফট তালিকায় ভারত থেকে ছিলেন   হরভজন সিং। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কড়া নিয়মের কারণে ড্রাফট থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।


জাতীয় দলে খেলা ক্রিকেটারদের বিদেশি ঘরোয়া লিগে খেলার অনুমতি দেয় না ভারত। এ কারণে ভারতের হয়ে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েই কেবল এই লিগে যোগ দিতে পারবেন হরভজন। এমন নিয়ম সামনে আসার পর দ্যা হান্ড্রেডের ড্রাফট থেকে নিজের নাম সরিয়ে নিলেন হরভজন।



promotional_ad

একশ বলের এই আসর খেলতে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও বিদায়ও বলতে হতো এ স্পিনারকে। অবসর নিলে বিসিসিআইয়ের সঙ্গে কোনো দায়বদ্ধতা থাকতো না তাঁর। ফলে সহজেই দেশের বাইরের লিগগুলোতে খেলতে পারতেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হরভজন বেছে নিলেন আইপিএলকেই। 


গণমাধ্যমকে বলেন, 'আমার জন্য আগে আইপিএল এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে আমি দুটি আসরে দুটি ফাইনাল খেলেছি। এখন আমি চেন্নাইয়ের হয়ে তৃতীয় আসরের জন্য অপেক্ষা করছি।


নিয়মকানুনকে আমি শ্রদ্ধা করি। বিসিসিআইয়ের নিয়ম আমি অমান্য করব না। যদি ড্রাফট থেকে আমার নাম সরিয়ে নেয়া লাগে, তাহলে আমি সরিয়ে নেবো। যেহেতু আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে তাই সেখানে খেলা হচ্ছে না।'
 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন বিদেশি লিগে খেলে বেড়াচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। ক'দিন আগেই ভারতের এই অলরাউন্ডার খেলেছেন কানাডার গ্লোবার টি-টোয়েন্টি লিগে। 



শুরুতে অবশ্য যুবরাজের পথই অনুসরণ করতে যাচ্ছিলেন হরভজন। দ্যা হান্ড্রেডের ড্রাফটে হরভজনের মুল্য ধরা হয়েছিল এক লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball