বিগব্যাশে 'মাইক্রোচিপ' যুক্ত বল!
ছবি: ছবিঃ বিবিএল

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে (বিবিএল) দেখা যেতে পারে মাইক্রোচিপ যুক্ত বল। সংবাদমাধ্যম এএপি প্রকাশ করছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
দেখতে সাধারণ বলের মতো হলেও এই বলের ভেতরে সংযুক্ত থাকবে একটি মাইক্রোচিপ। যা বলটির গতির পরিমাপ করবে, বলটি মাটি থেকে কত ফিট উপর থেকে ছাড়া হল বা কতটুকু বাউন্স হল সেটা পরিমাপ করে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করবে এবং যথাস্থানে প্রেরণ করবে।

কোকাবুরা কোম্পানি বানিয়েছে এমন বল। যা আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক কাজে দেবে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসের ইনডোর নেটে এই বলটি উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলার। নতুন ধরণের এই বল মুগ্ধ করেছে তাঁকে।
'এই বল এখন ব্যবহার করে দেখতে হবে। সঠিক সময়ে বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়টি দারুণ উপভোগ্য হবে। আমি মনে করি ভবিষ্যতে এমন বল কোচিং সরঞ্জামে পরিণত হবে।
যারা এই বলের খেলা দেখবে তাদেরও ভালো লাগবে। তাৎক্ষণিকভাবে বল সম্পর্কে সবকিছু জেনে যাওয়াটাও দারুণ হবে। অথচ এটা কিন্তু সাধারণ বলের মতোই!' বলেছেন বাটলার।
ক্রিকেট বিশ্বের সঙ্গে এলইডি স্টাম্পের পরিচয় করিয়ে দিয়েছিল বিগব্যাশ। এ ছাড়া ব্যাট ছুঁড়ে টস করার প্রথাও ক্রিকেটে এনেছে বিগব্যাশ। নতুনত্বের ধারায় সামনের বিগব্যাশে দেখা যেতে পারে মাইক্রোচিপ যুক্??? বল।