বিপিএলে নতুন মাইলফলকের সামনে তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২ হাজার রানের মাইলফলক স্পর্শের অপেক্ষায় আছেন ওপেনার তামিম ইকবাল। এর জন্য তাঁর প্রয়োজন আর মাত্র ১৭৫ রান। বিপিএলে ৫৮ ম্যাচে ৩৫.৭৮ গড় এবং ১২৩.৮১ স্ট্রাইক রেটে এক হাজার ৮২৫ রান সংগ্রহ করেছেন তামিম। যেখানে তাঁর রয়েছে একটি সেঞ্চুরি এবং ১৬টি হাফ সেঞ্চুরি।
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। এবারের টুর্নামেন্টে খুলনা টাইটান্সের জার্সিতে দেখা যাবে তামিমকে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকফ্রেঞ্জিকে। ২ হাজারি ক্লাবে পা রাখার অপেক্ষায় থাকা তামিম এর আগের আসরে খেলেছিলেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তামিমের পর আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৭১ ম্যাচে ৩৩.০১ গড়ে এক হাজার ৭৮৩ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৩০.৭১।
এরপর তালিকায় যথাক্রমে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। ৭৫টি বিপিএল ম্যাচে এক হাজার ৬১৯ রান করেছেন মাহমুদউল্লাহ। তাঁর ব্যাটিং গড় ২৫.৬৯ এবং স্ট্রাইক রেট ১১৬.০৫।
অপরদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেছেন ৭৬টি ম্যাচ। ২৫.১৩ গড় এবং ১২৯.২৯ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ এক হাজার ৪৮৩ রান। সাকিবের পর পাঁচ নম্বরে আছেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ৭৪ ম্যাচে ২৩.২৮ গড় ও ১২১.৬৮ স্ট্রাইক রেটে এক হাজার ৩৯৭ রান সংগ্রহ করেছেন তিনি।