মুম্বাই ইন্ডিয়ান্সে জোসেফের বদলি হেন্ডরিক্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাই ইন্ডিয়ান্স ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফের বদলি হিসেবে প্রোটিয়া পেসার বিউরান হেন্ডরিক্সকে দলে ভিড়িয়েছে।
মঙ্গলবার এই পেসারকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের বদলি হিসেবে এবারের আইপিএলে খেলতে এসেছিলেন জোসেফ।

মাত্র ৩ ম্যাচ খেলেই তিনি কাঁধের ইনজুরিতে পরেছেন। একটি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান এই পেসার। ফলে, আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন তিনি।
এদিকে ২৮ বছর বয়সী হেন্ডরিক্স দক্ষিণ আফ্রিকা দলের হয়ে দুটি ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।
অবশ্য প্রোটিয়াদের বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৪ ও ২০১৫ সালের আসরে পাঞ্জাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি।
শেষ চারে যাওয়ার আশা অনেকটাই বাঁচিয়ে রেখেছে মুম্বাই। ১০ ম্যাচে ৬টি জয় পেয়েছে তাঁরা। আগামী ২৬ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে তাঁর নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে দলটি। এই ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে হ্যান্ডরিক্সের।