রাতে মুখোমুখি দিল্লি-পাঞ্জাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লী ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার শেষ দেখায় জয়ের বন্দরে থাকা দিল্লীর কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছিলেন কিংস ইলেভেন পেসার স্যাম কারান। শেষ ৮ রানে ৭ উইকেট হারিয়ে সহজ জয় হাতছাড়া করেছিল দিল্লী।
সহজ জয় হাতছাড়া করলেও পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় শ্রেয়াস আইয়ারের দল। টানা তিন ম্যাচ জিতে টেবিলের দুই নম্বরে উঠে এলেও মুম্বাইয়ের কাছে হেরে টেবিলের তৃতীয় স্থানে নেমে আসে দলটি।
৯ ম্যাচে ৫টি করে ম্যাচ জিতেছে দিল্লী এবং পাঞ্জাব। দুই দলের সামনেই সুযোগ রয়েছে টেবিলে নিজেদের স্থান আরও পাকাপোক্ত করার। তাই দুই দলই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না।

আসরের ষষ্ঠ জয় তুলে নেয়ার লক্ষ্যে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লী আর রাজস্থান রয়্যালসকে হারিয়েছে পাঞ্জাব। শেষ ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের দিক দিয়ে দিল্লীর থেকে এগিয়ে থাকবে পাঞ্জাব।
এছাড়া পাঞ্জাবের টপ অর্ডারের ব্যাটসম্যানরা বেশ ছন্দে আছেন। ক্রিস গেইল এবং লোকেশ রাহুলের ব্যাটে প্রত্যেক ম্যাচেই ভালো সূচনা পাচ্ছে রবিচন্দ্র অশ্বিনের দল।
অন্যদিকে দিল্লীর ব্যাটসম্যানরাও বেশ ছন্দে আছেন। শিখর ধাওয়ান, পৃথ্বী শ এবং রিশাভ পান্তের ব্যাট থেকে নিয়মিত রান পাচ্ছে দিল্লী। এছাড়া বোলাররাও ভালো পারফর্ম করছেন দিল্লীর পক্ষে।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ক্রিস মরিস, কিমো পল, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, মন্দিপ সিং, নিকোলাস পুরান, স্যাম কারান, হার্ডাস ভিলজেন / মুজিব উর রহমান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামী, মুরুগান অশ্বিন।