ইনজুরিতে আইপিএল শেষ জোসেফের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চোটে পরেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার আলজারি জোসেফ। এই ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই পেসার।
রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৯তম ওভারে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পরেন তিনি। হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ১২ রানের খরচায় ৬ উইকেট তুলে অভিষেক হয় তার।

এরপর পাঞ্জাবের বিপক্ষে ২ ওভার বল করে ২২ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৫৩ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এবার চোটে পরে আইপিএলই শেষ হয়ে গেল এই পেসারের।
এবারের আসরে তাঁর খেলারই কথা ছিলনা। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের বদলি হিসেবে মুম্বাইয়ের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচেই ইতিহাস গড়া বোলিং করে সবাইকে চমকে দিয়েছিলেন এই পেসার।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন এই পেসার। অ্যান্টিগায় নিজের অভিষেক টেস্টের মাঝ পথে মায়ের মৃত্যুর সংবাদ শুনতে হয়েছিল তাকে।
এবার আইপিএলের মাঝ পথেই ইনজুরিতে পরলেন তিনি। এই চোটের ফলে বিশ্বকাপ দলে তার থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।