সেঞ্চুরি বঞ্চিত হয়েও রেকর্ডের পাতায় গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। সেঞ্চুরি বঞ্চিত হলেও রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
টি-টুয়েন্টি ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে একশটিরও বেশি ইনিংসে পঞ্চাশের অধিক রান করার রেকর্ড গড়েছেন তিনি। বেঙ্গালুরুর বিপক্ষে অর্ধশতক তুলে নিয়েই এই রেকর্ডে নাম লেখান তিনি।

বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৬৪ বলে ৯৯ রানের ইনিংস খেলেছেন গেইল। ৫ ছক্কা আর ১০ চারে এই রান সংগ্রহ করেছেন তিনি। ১ রানের জন্য আইপিএলে সপ্তম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন তিনি।
একশর অধিক ৫০ এর বেশি রান করা গেইল তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের ২১টি শতক হাকিয়েছেন। সঙ্গে ৭৯টি অর্ধশতক হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।
৭৩টি ইনিংসে পঞ্চাশের বেশি রান করে এই তালিকার দুই নম্বরে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৭ সেঞ্চুরির সাথে তার রয়েছেন ৬৬টি অর্ধশতক।
ভারতীয় দলপতি ভিরাট কোহলি মোট ৬৩টি ইনিংসে পঞ্চাশের অধিক রান করে এই তালিকার ৩ নম্বরে। চার নম্বরে রয়েছেন সাবেক কিউই তারকা ব্র্যান্ডন ম্যাককালাম।
তিনি ৬২টি ইনিংসে পঞ্চাশের অধিক রান করেছেন। ৭ সেঞ্চুরির সাথে তার দখলে রয়েছে ৫৫টি অর্ধশতক।