ডেথ ওভারের দুর্বলতা ভাবাচ্ছে সাকিবকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের এবারের আসরে ডেথ ওভারের বোলিং একেবারেই ভালো হচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের। নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে বাজে বোলিংয়ের কারণে হেরেছিল। এর ধারা অব্যহত আছে টুর্নামেন্টের মাঝ পথেও।
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, এই ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ আছে তার দলের। দলে আছেন বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার। তাদের উপরই বিশ্বাস রাখতে চান তিনি।

'আমরা আগের বছরগুলোর মতো শেষের দিকে ভালো করতে পারছি না। আমরা শেষ ৩ ওভারে অনেক রান দিচ্ছি। আমাদের সামর্থ্য রয়েছে এবং আমরা এই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছি।'
ডেথ ওভারে বোলিংয়ের মতো এবারের আসরে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের অফ ফর্ম ভোগাচ্ছে দলটিকে। টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ব্যাটে দারুণ শুরু পেলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানরা রানটিকে বড় করতে পারছেন না।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মাত্র ৯৬ রানে অল আউট হিয়ে গিয়েছিল দলটি। এর মধ্যে দিয়ে মিডেল অর্ডারের দুর্বলতা চোখে পড়েছে। সাকিব মনে করেন এর পরেও প্রতিপক্ষকে ধরাশায়ী করার সামর্থ্য আছে তার দলের।
'এছাড়া মিডেল অর্ডারও পারফর্ম করতে পারছে না। কিন্তু আমাদের অনেক প্রতিভাবান আছে এবং যা দিয়ে আমরা প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারি।'