দুই বছর পর আইপিএলে স্টেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে অবিক্রিত ছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। তবে নাথান কোল্টার নাইলের চোটে আইপিএলে খেলার সুযোগ হয়েছে তার।
পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চলেছেন তিনি। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার কোল্টার নাইল। ফলে তার জায়গায় স্টেইনকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু।

এর আগে, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে ২৮ ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি। সবশেষ তিনি আইপিএল খেলেন ২০১৬ সালে। গুজরাট লায়ন্সের হয়ে সেবার মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার।
এরপর ২০১৭ সালে আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেন স্টেইন। মূলত কাঁধের চোটের কারণেই আইপিএলকে না করে দিয়েছিলেন এই প্রোটিয়া পেসার।
আইপিএলের এবারের আসরটা মোটেই ভালো যাচ্ছে না ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তারা আসরের প্রথম ৬ ম্যাচেই হেরেছে।
ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। এবার স্টেইনকে নিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে দলটি। চলতি রাউন্ড থেকেই স্টেইনের বেঙ্গালুরুর হয়ে খেলার কথা রয়েছে।