মিডেল অর্ডারে ভরসা রাখছে হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের এবারের আসরের শুরু থেকেই দারুণ ব্যাটিং করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ফলে মিডেল অর্ডারের সামর্থ্য পরীক্ষা করেই দেখা হয়নি বলে মনে করেন দলটির পেসার সন্দিপ শর্মা।
এই পেস তারকা মনে করেন একটি ম্যাচ দিয়ে মিডেল অর্ডারের সামর্থ্য প্রমাণ করা সম্ভব না। তাই দলের মিডেল অর্ডার ব্যাটসম্যানদের উপর ভরসা রাখছেন তিনি।

'আমাদের ওপেনিং জুটি এতো ভালো ব্যাটিং করছে যে মিডেল অর্ডার পরীক্ষা করা হয়নি। এই খেলাতেও (পাঞ্জাবের বিপক্ষে) শুধু ওয়ার্নার ভালো খেলেছে। কেবল মাত্র একটি ম্যাচেই মিডেল অর্ডার ব্যর্থ হয়েছে এবং শুধু একটি খেলা দিয়ে তাদের বিবাচনা করা যায়না।'
পাঞ্জাবের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটে হেরেছে হায়দ্রাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নারের ৬০ আর বিজয় শঙ্করের ২৬ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। অবশ্য এর আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।
এমন ব্যর্থতার পরও সন্দিপ মনে করেন, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, দীপক হুদা ও মনিষ পান্ডেদের দারুণ প্রতিভা রয়েছে। সামনের ম্যাচগুলোতে তারা ভালো করবেন বলেই বিশ্বাস তার।
'মিডেল অর্ডারে আমাদের প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, দীপক হুদা, মনিষ পাণ্ডে।'