ঢাকা ডার্বিতে মুখোমুখি আবাহনী-মোহামেডান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের ডার্বি ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় মাঠে নামবে দুই দল। তবে এই ম্যাচে স্পষ্টভাবেই এগিয়ে থাকছে আবাহনী।
কেননা এখন পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি। তার ওপর অনেকটা জাতীয় দলের আদলেই স্কোয়াড গঠন করেছে তারা। সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলছেন আবাহনীতে।
তবে শক্তিমত্তায় খুব বেশি পিছিয়ে নেই মোহামেডানও। রকিবুল হাসানের নেতৃত্বাধীন দলটিতে এবার খেলছেন মোহাম্মদ আশরাফুল, লিটন কুমার দাস, কাজি অনিকদের মতো ক্রিকেটাররা। এখন পর্যন্ত ৫ ম্যাচের ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে অবস্থান করছে মোহামেডান।
এদিকে আগামীকালের এই হাইভোল্টেজ ম্যাচটিতে পাদপ্রদীপের আলোয় থাকবেন আবাহনীর মিডল অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত এবং মোহামেডানের অধিনায়ক রকিবুল হাসান।

এখন পর্যন্ত আবাহনীর জার্সিতে ৫ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করেছেন ২০ বছর বয়সী শান্ত। ৪৮.৪০ গড়ে ব্যাটিং করা এই তরুণ হাঁকিয়েছেন ২টি হাফসেঞ্চুরি। বর্তমানে শীর্ষ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় পঞ্চমে অবস্থান করছেন তিনি।
এবারের ডিপিএলে দারুণ ফর্মে আছেন মোহামেডান দলপতি রকিবুলও। ৭৫ গড়ে ৫ ম্যাচে ২২৫ রান সংগ্রহ করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান হাঁকিয়েছেন ২টি হাফসেঞ্চুরি। মোহামেডান দলটিকে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। আগামীকালও তাঁর ব্যাটে চেয়ে থাকবে মোহামেডান।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ
রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
আবাহনী লিমিটেডঃ
মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।