promotional_ad

আইপিএল খেলতে আগ্রহী সাকিবঃ পাপন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করে আইপিএলের আসরে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবের খেলা না খেলার বিষয়টি তাঁর উপর ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


রবিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, সাকিবের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন তারা। সাকিব-মুস্তাফিজ আইপিএল না খেললে বাংলাদেশে টুর্নামেন্টটির দর্শক জনপ্রিয়তা কমে যাবে বলেই মনে করেন তিনি।



promotional_ad

‘বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবকে নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায়। কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মোস্তাফিজের কারণে।’


টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, কদিন আগেই শেষ হওয়া বিপিএলের আসরের ফাইনালে বাঁহাতের আঙুলে চোটে পড়ে চলতি নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে গেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ই মার্চ।


এর আগেই সাকিব সুস্থ হয়ে যাবেন বলে ধারণা সবার। আইপিএলে সাকিব ইনজুরি নিয়ে সতর্ক থাকবেন বলেই বিশ্বাস বিসিবি সভাপতির। ফ্রেঞ্জাইজি টুর্নামেন্টে পাওয়া চোটে জাতীয় দলের খেলা মিস করলে এটা সবচেয়ে খারাপ ব্যাপার হবে বলে জানালেন নাজমুল হাসান।



‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোন ক্রিকেটার এ ধরনের ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোট জাতীয় দলের খেলার মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এছাড়া কি বলতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball