পিএসএলে ইসলামাবাদের শুভ সূচনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের দেয়া ১৭২ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ইসলামাবাদ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করেন ইসলামাবাদের দুই ওপেনার লুক রঞ্চি রিজওয়ান হোসাইন। রিজওয়ান ১৫ রান করে রাহাত আলীর শিকার হয়ে ফিরলে এই জুটি ভাঙে।
রিজওয়ানের ফেরার পরের বলেই হারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৭ রান করা রঞ্চি। বেশিক্ষণ টিকতে পারেননি ফিলিপ সল্ট। তিনি মাত্র ৪ রান করে রাহাতের তৃতীয় শিকার হন।
চতুর্থ উইকেটে ৫৫ রান যোগ করে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন ক্যামেরন ডেলপোর্ট ও হোসেন তালাত। ডেলপোর্ট ২৪ রান করে রাহাত আলীর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন মোহাম্মদ হাফিজের হাতে।
শেষ দিকে, তালাত ৩৭ রান করে ব্র্যাথওয়েটের শিকার হলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আসিফ আলী ও ফাহিম আশরাফ। আসিফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৬ রান করে। ২৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ফাহিম আশরাফ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লাহোরকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর জামান ও সোহেল আখতার। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৯৭ রান। সোহেলকে ব্যক্তিগত ৩৭ রানে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন ফাহিম।
এরপর ফখর জামানকে দারুণ সঙ্গ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ৬৫ রান করে ফখর ফেরার পর শুরু হয় লাহোরের ব্যাটসম্যানদের আসা যাওয়া। ভিলিয়ার্স ২৪ ও এন্টন দেভচিচের ১৩ ছাড়া আর কেউ দুই অঙ্কেই পা রাখতে পারননি।
ফলে, নির্ধারিত ২০ ওভারে লাহোরের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৭১ রান। ইসলামাবাদের হয়ে দুটি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। তাছাড়া ১টি করে উইকেট গেছে সামি, প্যাটেল, মাকসুদ, শাদাব ও ডেলপোর্টের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ১৭১/৮ (২০ ওভার)
(ফখর ৬৫, সোহেল ৩৭; ফাহিম ২/২৪)
ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৭৭/৫ (১৯.২ ওভার)
(তালাত ৩৭, আসিফ ৩৬*; রাহাত ৪/২৯)