promotional_ad

বিপিএলের ইনজুরিতে পিএসএল নিয়ে শঙ্কায় নারিন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে আঙুলের চোটে পড়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। সেই চোটের কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 


পিএসএলের এবারের আসরের পর্দা উঠছে আগামী ১৪ই ফেব্রুয়ারি। এই আসরের শুরুর দিকে নারিন খেলছেন না এটা নিশ্চিত। টুর্নামেন্টের বাকি অংশে তাঁর খেলার পুরোটাই নির্ভর করছে চিকিৎসকের রিপোর্টের উপর।



promotional_ad

পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও এবারের আসরে তাকে দলে ভিড়িয়েছে কুয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। নারিন না থাকার ফলে স্পিন আক্রমণ জোড়ালো করতে ফাওয়াদ আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ আসগরদের উপর নির্ভর করতে হচ্ছে দলটিকে।


এদিকে, সুনীল নারিনের শূন্যতা পূরণ করতে ইতিমধ্যে সোমারসেটের স্পিনার ম্যাক্স ওয়ালারকে দলে ডেকেছে কুয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। দলটির কোচ মঈন খান জান??য়েছেন, তারা আশা প্রকাশ করছেন ওয়ালার দলের জন্য অবদান রাখতে পারবেন।


'অবশ্যই আপনি নারিনের মতো একজন বড় খেলোয়াড়ের বিকল্প কাউকে পছন্দ করবেন না। কিন্তু আমরা ওয়ালারকে নিয়েছি। আশা করছি সে দলের জন্য অবদান রাখতে পারবে।'



গ্ল্যাডিয়েটর্সের কোচের বিশ্বাস দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নারিন। তারা নারিনকে দলে স্বাগত জানানোর জন্য তৈরি আছেন বলে জানিয়েছেন। তাছাড়া, দলে অনেক ম্যাচ উইনার আছেন যারা দলটির গভীরতা বৃদ্ধি করবে বলে বিশ্বাস মঈনের।


'পিএসএল শুরু হওয়ার আগে এটি একটি আঘাত। আমরা এটা মোকাবেলা করার চেষ্টা করব। আমাদের দলের অনেক গভীরতা রয়েছে, কারণ এখানে অনেক ম্যাচ উইনার আছে। আমরা আশা করছি নারিন দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং খুব শীঘ্রই তাকে স্বাগত জানাতে পারব পিএসএলে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball