promotional_ad

সাকিব-নারিনের বিপক্ষে সুযোগ নিতে চাইনিঃ তামিম

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা ডায়নামাইটসের পেসারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তবে দেখে খেলেছিলেন ঢাকার দুই সেরা স্পিনার সুনীল নারিন এবং সাকিব আল হাসানকে। পরিকল্পনাও ছিল এমন, বাস্তবায়ন করার ফলেই দারুণভাবে সফল হয়েছেন তামিম।


পেসার রুবেল হোসেনের বিপক্ষে এক ওভারেই ২৩ রান তুলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম। সব মিলিয়ে রুবেলের চার ওভার থেকে তুলে নিয়েছিলেন ৪৮ রান। সাথে আন্দ্রে রাসেলের চার ওভার থেকে কুমিল্লা তুলেছে ৩৭ রান। তরুণ পেসার কাজি অনিক দুই ওভারে দিয়েছেন ১৯ রান।



promotional_ad

তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে নারিন বোলিং করে গেছেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৮ রান দিয়েছিলেন তিনি। যদিও পরিকল্পনাই ছিল দেখে খেলবেন নারিন-সাকিবকে। কিন্তু প্রথম দিকে রান দিলেও সাকিবের চার ওভার থেকে ঠিকই ৪৫ রান তুলে নিয়েছিল কুমিল্লা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল কুমিল্লা।


তামিম খেলেছেন ৬১ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস, হয়েছেন ম্যাচ সেরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে তাদের ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে বলেন,


'আমরা পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পেরেছি। তাদের দলের দুই বিশ্বসেরা বোলার সাকিব, নারিনের বিপক্ষে কোন সুযোগ নিতে চাইনি। পেসারদের জন্য অপেক্ষায় ছিলাম আমরা।'



বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে তামিমের ব্যাটে চড়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা। ১৭ রানের এ জয়ে তামিম রেখেছিলেন সবচেয়ে বড় অবদান। প্রথমবারের মতো বিপিএলের ট্রফি ছোঁয়ার সুযোগ পান তামিম, আর কুমিল্লা ঘরে তোলা দ্বিতীয় শিরোপা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball