দিনের সেরাঃ তামিম ইকবাল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শুরুর দিকে ব্যাট হাসেনি তামিমের। নিজের সেরা ইনিংসটি খেলার জন্য ফাইনালকেই বেঁছে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তাঁর ১৪১ রানের অপরাজিত ইনিংসে ঢাকার বিপক্ষে ১৯৯ রানের পাহাড় পুঁজি গড়ে কুমিল্লা।
শুরু থেকেই তামিম ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ঢাকার কোনো বোলারকেই তিনি পাত্তা দেননি। মাত্র ৩১ বলে অর্ধশতক তুলে নেয়া তামিম সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন এরপর ১৯ টি বল।
৫০ বলে সেঞ্চুরি করা তামিমকে শেষ পর্যন্ত আউটই করতে পারেননি ঢাকার বোলাররা। শেষ ১১ বলেই নিয়েছেন ৩৮ রান। তামিমের ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কা ও ১০টি চারে।

পুরো ইনিংসে কুমিল্লা চার মারতে পেরেছে ১৩টি। এর ১০টিই তামিমের ব্যাট থেকে এসেছে। আর ১২ ছক্কার ১১টিই তামিমের। কুমিল্লার ১৯৯ রানের বড় সংগ্রহের ৭১ ভাগ রানই এসেছে তামিমের ব্যাট থেকে।
কুমিল্লার অন্য ব্যাটসম্যানরা যেখানে ৮০ স্ট্রাইক রেট ধরে রেখে রান করতেই হিমশিম খেয়েছেন। তামিম সেখানে ২৩১ স্ট্রাইক রেটে রান তুলেছেন। নিঃসন্দেহে এটা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস।
এই ইনিংস গড়ার পথে তামিম বেশ কয়েকটি মাইলফলকেও নাম লিখিয়েছেন। বিপিএলে এটা শুধু তামিমের সর্বোচ্চ রানের ইনিংসই নয়, বরঞ্চ যেকোনো বাংলাদেশীর সর্বোচ্চ রান রানের ইনিংস।
এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সাব্বির রহমানের (১২২ রান, ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে)। এদিকে তামিমের ক্যারিয়ারের প্রথম বিপিএল সেঞ্চুরিটি বিপিএল ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগের আসরের ফাইনালে রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেইল (১৪৬* রান)। এছাড়া বিপিএলে এক ইনিংসে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান ১১টি ছক্কার মার মারতে পারেননি।
তামিমের এই ইনিংসের সুবাদে কুমিল্লা ঢাকাকে ১৭ রানের ব্যবধানে হারিয়েছে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় শিরোপা জিতেছে দলটি। এই আসরে কুমিল্লাকে নেতৃত্ব দিয়েছেন ইমরুল কায়েস। তবে ফাইনালে দারুণ এক সেঞ্চুরিতে তামিম জানান দিয়েছেন দলের আসল নেতা তিনিই।