তামিমের সেঞ্চুরিতে রান পাহাড়ে কুমিল্লা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১৯৯/৩ (২০ ওভার)
তামিম ১৪১*, বিজয় ২৪, ইমরুল ১৭*
তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের সামনে ২০০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভাইকিংসের। রুবেল হোসেনের বলে ৬ রান করা এভিন লুইস লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। লুইস ফিরে গেলে পাওয়ার প্লে'তে আর কোনো বিপদ হতে দেননি তামিম-বিজয়।
এই দুজনের ব্যাটে পাওয়ার প্লে'তে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে কুমিল্লা। ওপেনিংয়ে নেমে মাত্র ৩১ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ইকবাল। তামিম-বিজয়ের জুটি ভেঙেছেন সাকিব।
সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন এনামুল হক বিজয়। তাঁর ব্যাট থেকে এসেছে ২৪ রান। রানের খাতা খোলার আগেই শামসুর সাজঘরে ফিরেছেন সাকিবের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে।
এরপর ইমরুলকে সাথে নিয়ে মাত্র ৫০ বলে দারুণ এক শতক তুলে নিয়েছেন তামিম। শেষ পর্যন্ত এই বাঁহাতি অপরাজিত ছিলেন ১৪১ রান করে। তামিমের ইনিংসটি ১১টি ছক্কা ও ১০টি চারে সাজানো ছিল। ইমরুল ১৭ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।
ভিক্টোরিয়ান্স একাদশঃ
তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, শামসুর রহমান, ইমরুল কায়েস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।
ঢাকা ডায়নামাইটস একাদশঃ
উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, মাহমুদুল হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।