তামিমের ঝড়ো অর্ধশতক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ৯৮/২ (১২ ওভার)
তামিম ৬০*
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান। ফলে আগে ব্যাট করছে কুমিল্লা।
সাজঘরে বিজয়ঃ
সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন এনামুল হক বিজয়। তাঁর ব্যাট থেকে এসেছে ২৪ রান।

তামিমের ঝড়ো অর্ধশতকঃ
ওপেনিংয়ে নেমে মাত্র ৩১ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ইকবাল।
ঢাকার ক্যাচ মিসের মহড়াঃ
রুবেল হোসেনের করা নবম ওভারের শেষ বলে লং অনে অল্পের জন্য তামিমের ক্যাচ ছেড়েছেন আন্দ্রে রাসেল। এর আগের ওভারেই কাজী অনিকের বলে দুইবার জীবন পেয়েছেন কুমিল্লার ব্যাটসম্যানরা।
পাওয়ার প্লে'তে তামিম-বিজয়ের প্রতিরোধঃ
লুইস ফিরে গেলে পাওয়ার প্লে'তে আর কোনো বিপদ হতে দেননি তামিম-বিজয়। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লে'তে ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে কুমিল্লা।
শুরুতেই ধাক্কা খেল কুমিল্লাঃ
রুবেল হোসেনের বলে ৬ রান করা এভিন লুইস লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়ছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, শামসুর রহমান, ইমরুল কায়েস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।
ঢাকা ডায়নামাইটস একাদশঃ
উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, মাহমুদুল হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।