ভালো শুরু আর শেষের আক্ষেপ সাকিবের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করা ১৫৩ রানের জবাবে ১৪৬ রান তুলেছে ঢাকা ডায়নামাইটস। ফলে ৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচ হারের খেসারৎ দিয়েছে ঢাকা।
ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান ম্যাচ শেষে, হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন ভালো শুরু ও ভালো ভাবে শেষ না করতে পারাকে।

'বোলাররা দারুণ কাজ করেছে। একটি ভালো দলকে ১৬০ রানের নিচে আটকে রাখা দারুণ। আমারা যেভাবে ব্যাটিং করেছি এটা হতাশার। এটা আমরা সহজেই তাড়া করতে পারতাম। আমরা ব্যাট হাতে ভালো শুরু ও ভালো শেষ করতে পারিনি।'
এই ম্যাচে ব্যাট হাতে রান করতে ব্যর্থ হয়েছেন ঢাকা ডায়নামাইটসের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আগের বেশ কয়েকটি ম্যাচে ঝড় তোলা জাজাই আউট হয়েছেন মাত্র ১ রান করে। তাছাড়া নারিন ২০ ও রনি ফিরেছেন মাত্র ৬ রান করে।
সাকিব মনে করেন টি-টুয়েন্টি ফরম্যাটে উপরের সারিত ৩-৪ জন ব্যাটসম্যানের রান রান পাওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার। ঢাকা এই ম্যাচে এটা করতে ব্যর্থ হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এটার খেসারৎ দিয়েছে ৭ রানের হারে।
'টি-টুয়েন্টিতে উপরের সারির ৩-৪ জন ব্যাটসম্যানের রান করা গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। আমরা এটার খেসারৎ দিয়েছি।'