পাওয়ার প্লে'তে ২ উইকেট নেই কুমিল্লার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ৩৩/২ (৬ ওভার)
তামিম ১৮*, শামসুর ৫*
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতিমধ্যে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান।

তামিম-শামসুরের ব্যাটে লড়ছে কুমিল্লাঃ
পাওয়ার প্লের ৬ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৩ রান।
ব্যর্থ এনামুল-ইমরুলঃ
ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। বিজয় মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে শুভাগতর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইমরুল কায়েসও। তিনি ৭ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, শামসুর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভগত হোম, রনি তালুকদার, মোহাম্মদ নাইম, মহর শেখ, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ডারউইচ রাসুল, হযরতউল্লাহ জাজাই।