মাঝারি পুঁজিতে থামল ঢাকা ডায়নামাইটস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ১৩৯/৮ (২০ ওভার)
(সাকিব ৩৪, শুভাগত ২৯, সোহান ২৭; ডেলপোর্ট ৩/২৫)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে মাঝারি পুঁজি গড়েছে। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান। ফলে চিটাগংয়ের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪০ রানের।

ব্যাটিংয়ে নেমে রনি তালুকদার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। আর নারিন ফিরেছেন ১৮ রান করে। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। তৃতীয় উইকেটে কুনকে নিয়ে দারুণ এক জুটি গড়েন ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান।
এই দুজনের ব্যাটে দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। এরপরই কুন ১৮ রান করে আউট হয়েছেন। আর রানের খাতা খোলার আগে ফিরেছেন ডারউইচ। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন পেসার আবু জায়েদ রাহী।
অধিনায়ক সাকিবও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তিনি ৩৪ রান করে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ডেলপোর্টের বলে। এরপর পরই সোহান ফিরে গেছেন ২৭ রান করে সেই ডেলপোর্টের শিকার হয়ে।
আন্দ্রে রাসেল দলের বিপর্যয়ে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তিনি মাত্র ১ রান করে খালেদের বলে লং অনে ক্যাচ দিয়েছেন শানাকার হাতে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রান বাড়াতে ব্যর্থ নাঈম শেখ।
তিনি মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ডেলপোর্টের তৃতীয় শিকার হয়েছেন। ইনিংসের শেষ বলে ২৯ রান করা শুভাগত রান আউট হয়েছেন। শেষ পর্যন্ত মোহর ০ রানে অপরাজিত থাকলেও ঢাকাকে বড় পুঁজি এনে দিতে ব্যর্থ হয়েছেন।
ঢাকা ডায়নামাইটস একাদশঃ
সুনিল নারিন, ডারউইচ রাসুল, রনি তালুকদার, হেইনো কুন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মোহাম্মদ নাঈম শেখ, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।
চিটাগং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিংক, দাশুন শানাকা, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ।