promotional_ad

বোলার শুন্যতা টের পেলো তাসকিনরা

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


রংপুরের জয়ের জন্য ১২ বলে দরকার ২৪ রান, উইকেটে দুই নতুন ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজা। দুই নতুন ব্যাটসম্যানকে ডেথ ওভারে ক্রিজে আনার কাজটি করতে হয়েছে তাসকিন আহমেদ, মোহাম্মদ ইরফান ও সন্দ্বীপ লামিচানেদের। 


সিলেটের ফিল্ডিররা একের পর এক ক্যাচ ও রান আউটের সুযোগ হাতছাড়া করে রংপুর ব্যাটসম্যানদের উইকেটে থিতু হতে সাহায্য করে। ম্যাচে ফিরতে অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দুই বিশেষজ্ঞ বোলার তাসকিন ও ইরফানকে মিডেল ওভারে বোলিংয়ে আনতে বাধ্য হন। 



promotional_ad

যার কারণে ডেথ ওভারে অপেক্ষাকৃত অনভিজ্ঞ বোলার মেহেদি ও পার্টটাইমার অলক কাপালির কাছে যেতে হয়েছে। ম্যাচ শেষে ডেথ ওভারের পরিস্থিতির ব্যাখ্যায় দিনের সেরা বোলার তাসকিন বলেছেন,


'হ্যাঁ এটা একটু হয়তো ক্ষতিকর ছিল কিন্তু রুশো ও ডি ভিলিয়ার্স ভালো ব্যাটিং করছিল, মিডেল ওভার গুলোতে। আমাদের মেইন বোলারদের ইউজ করেছে সেই সময়টায়। হয়তো প্ল্যান ছিল যে আমার দুইটা, ইরফানের দুইটা, এমন করে। কিন্তু ওদের জুটি হওয়ার কারণে আমাদের মাঝে আসতে হয়। তখন একটা ওভার শর্ট হয়ে যায়।'


রংপুর ইনিংসের ১৯তম ওভারে তরুণ পেসার মেহেদি হাসান রানর বলে ১৯ রান আদায় করে নেন রংপুরের অলরাউন্ডার ফরহাদ রেজা। অলক কাপালির শেষ ওভারে এসে ইনিংসের তিন বল বাকি থাকতেই চার উইকেটের জয় ছিনিয়ে নেয় রংপুর।  ১৯তম ওভারে ১৯ রান খরচা করায় মেহেদিকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে সিলেট সমর্থকরা। তবে তাসকিনের বলছেন ভিন্ন কথা।



'মেহেদি অনেক ভালো বোলার। ওর লাইফের দ্বিতীয় ম্যাচ বিপিএলে, ও এর আগে এমন অবস্থার সম্মুখীন হয়নি। একটু নার্ভাস তো ছিলই। কিছু এক্সিকিউশন ভুল করেছে। এই লেভেলে এইসব ফরম্যাটে যাদের সাথে আমরা খেলি, আমাদের লোকাল প্লেয়াররাও দেশের টপ প্লেয়াররা খেলে। 


'আর বিদেশিরা তো সবাই প্রমাণিত প্লেয়ার থাকে। আসলে ডেথ ওভার বা পাওয়ারপ্লেতে ভুলের মার্জিনটা খুব কম থাকে। ১৯ থেকে ২০ হলেই রান হয়। শুধু ও নয়, আমরা সবাই আজ, যেটা একটু লুজ বল হয়েছে সেটাতেই রান হয়েছে। সে ইনশাআল্লাহ এই ভুল থেকে শিখবে, ভবিষ্যতে ভালো করবে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball