promotional_ad

দিনের সেরাঃ লিটন দাস

লিটন দাস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেটের মাটিতে অবশেষে জ্বলে উঠলেন স্বাগতিক সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানরা। রংপুরের বিপক্ষে শুরু থেকেই ঝড় তুলেছিলেন লিটন দাস-সাব্বির রহমানরা। ওপেনিংয়ে প্রমোশন পেয়ে সাব্বির ফিরেছেন ২০ বলে ২০ রান করে। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ৭৩ রান।


এই জুটির বেশিরভাগ রানই এসেছে লিটনের ব্যাট থেকে। ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন লিটন। একটি ছক্কা মাঠের বাইরে নিয়ে ফেলেছিলেন। সেই ছক্কার দৈর্ঘ্য ছিল ৭৫ মিটার। পুরো ইনিংসে এই ১ ছক্কার সাথে তিনি মেরেছেন ৯ টি চারের মার।



promotional_ad

সাব্বিরের সঙ্গে ওপেনিং জুটি ভাঙনের পর অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে তিনি ৫৬ রানের আরেকটি জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। শেষ দিকে ওয়ার্নারের ঝড়ো ৬১ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় সিলেট।


লিটনের এই ইনিংসে সিক্সার্স শিবিরে প্রশান্তি বিরাজ করবে এটাই স্বাভাবিক। টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া সিলেটের খুব প্রয়োজন ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফেরা। সেটা এই ম্যাচে অনেকটাই সফল হয়েছে।


বিপিএলের এবারের আসরে এর আগে বলার মতো কোনো রানই সংগ্রহ করতে পারেননি লিটন। একবারও পৌছুতে পারেননি দুই অঙ্কে। প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে সাজঘরে ফিরেছিলেন মাত্র ১ রান করে। দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ফিরেছিলেন শুন্য হাতে।



তাঁর এরপরের ইনিংস দুটি ছিল ৯ ও ৬ রানের। ফলে রংপুরের বিপক্ষে খেলা ইনিংসটির আলাদা তাৎপর্য রয়েছে লিটনের জন্য। লিটনের এই ইনিংসের সুবাদে সিলেট সিক্সার্স রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে ২৭ রানের ব্যবধানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball