promotional_ad

রেজার সিঙ্গেল নেয়া উচিত ছিলঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট || 


শেষ ওভারে জয়ের জন্য রংপুরের সরকার ছিল ১০ রান। স্ট্রাইকে থাকা রাইলি রুশোর সাথে আছেন সদ্য নামা ব্যাটসম্যান ফরহাদ রেজা। ৪৪ রান করে অপরাজিত থাকা রুশো প্রথম বলে রাজশাহীর ফ্রন্ট লাইন বোলার মুস্তাফিজের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন। সেখান থেকে স্ট্রাইকে থাকা ফরহাদ রেজা পর পর তিন বলে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। ওভারের পঞ্চম বলে এসেও ব্যর্থ হন তিনি, তবে সেই বলে প্রান্ত বদল করতে সক্ষম হয় রেজা ও রুশো। জয়ের জন্য শেষ বলে রংপুরের দরকার ছিল ৭ রান, সুপার ওভারের জন্য ৬। স্ট্রাইকে থাকা রুশো ডেথ ওভারের বিশেষজ্ঞ মুস্তাফিজের বলে মাত্র ১ রান নিয়ে সক্ষন হন। রংপুরকে হারতে হয়েছে পাঁচ রানে।


শেষ ওভারের ম্যাচে পাঁচ রানের হারের পেছনে ফরহাদ রেজাকে কাঠগড়ায় দাঁড় করান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অভিজ্ঞ ব্যাটসম্যান হওয়ার পরও সেই সময়ে রুশোকে স্ট্রাইক দিতে ব্যর্থ হন রেজা। 



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, 'না এখানে সহজ কথা বলে হয়েছিল। ফরহাদ রেজা আমার কাছে মনে হয় যথেষ্ট অভিজ্ঞ। ওখানে অন্তত কি করতে হবে এতটুকুর জন্য। ওখানে আসলে সিঙ্গেলস নিয়ে রুশোকে যতটা সম্ভব স্ট্রাইক দেয়া উচিত ছিলো। 


'আর রুশো যেহেতু ছিলো সুতরাং একটি আশা অবশ্যই ছিলো যে ওর ব্যাটে একটি বল ঠিক জায়গায় লেগে টাইমিং হলেই ম্যাচটি বের হয়ে যেতো। ম্যাচটি এমন অবস্থায় ছিলো যে একটি বলের ব্যাপার। অবশ্যই আশা ছিলো, তবে আমার কাছে মনে হয় ৪টি ডট বল অনেক ভুগিয়েছে ওখানে। হয়তো বা স্ট্রাইক রোটেট করলে রুশোর জন্য ভালো হতো।'


এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি ম্যাচেই হারেছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে একরকম যেটা ম্যাচ হেরেছে রংপুর। ঢাকার বিপক্ষে ভালো অবস্থানে থাকার পরও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। এবার হারতে হয়েছে মুস্তাফিজের হাতে। পর পর জেতা ম্যাচ হারকে সহজ ভাবে নিচ্ছেন না মাশরাফি।



'অবশ্যই কঠিন, বিশেষ করে ব্যাক টু ব্যাক ম্যাচে এভাবে হারলে.....দুটি ম্যাচই আমাদের জেতা উচিত ছিলো। এভাবে পর পর দুটি ম্যাচ হারলে অবশ্যই কঠিন হয়ে যায়। তবে আসলে তো এখান থেকে বের হওয়ার শর্টকার্ট উপায় নেই। পরবর্তী ম্যাচে অবশ্যই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে। 


'বিষয়গুলো সহজ নয়, তবে একটি জয় হয়তোবা মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে। গত আসরেও আমরা ছয় ম্যাচের তিনটিতে জিতেছিলাম। যদি শেষেরটি জিতি তাহলে অলমোস্ট একই পরিস্থিতি দাঁড়াবে। আসলে টি টুয়েন্টিতে মোমেন্টাম যেটি আমরা ধরতে পারছি না আরকি কঠিন পরিস্থিতিতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball