মিডল ওভারে ভালো করিনি আমরাঃ মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে ৫ রানে পরাজিত হওয়ার পেছনে মিডল ওভারে ভালো ব্যাট করতে না পারাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
তাঁর মতে মিরপুরের উইকেটে ব্যাটিং করা খুব একটা কঠিন ছিলো না ব্যাটসম্যানদের জন্য। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন,

'আমরা ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলাম। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো এবং আমরা মিডল ওভারে ভালো ব্যাট করতে পারিনি।'
তবে সিলেটের ক্রিকেটারদেরকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভাইকিংস দলপতি। বিশেষ করে ৬ রানে ৩ উইকেট হারানোর পর সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নারে সাথে আফিফ হোসেন যেভাবে খেলেছেন তাতে করে চাপ অনেকটাই কমে গিয়েছিল সিক্সার্সদের, মতামত মুশফিকের। তাঁর ভাষায়,
'আমি মনে করি আফিফ অনেক ভালো ব্যাটিং করেছে। ওয়ার্নারকে সে চাপ কমাতে সাহায্য করেছে। ফ্রাইলিঙ্ক আসলেই অনেক ভালো বোলিং করেছে।'
পরাজিত অধিনায়ক হলেও ম্যাচটিতে সেরা দলই জয় পেয়েছে বলে বিশ্বাস করেন মুশফিক। তাঁর ভাষায়, 'প্রথমত, এটি অসাধারণ খেলা হয়েছে। তবে সেরা দলটিই জয় পেয়েছে।'
উল্লেখ্য সিলেটের সিক্সার্সের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারের মাথায় ৫টি উইকেট হারিয়ে বসেছিলো মুশফিকুর রহিমের দল। গুরুত্বপূর্ণ উইকেট দ্রুত হারানোর কারণেই পরাজিত হতে হয়েছে ভাইকিংসদের।