promotional_ad

তামিম সবসময় আমাকে ভালো খেলেঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


দেশ সেরা ওপেনার তামিম ইকবালের বিপক্ষে ঘরোয়া পর্যায়ে বোলিং করার সময় বেশ ঘাম ঝরাতে হয় মাশরাফি বিন মুর্তজাকে। নতুন বলের বিশেষজ্ঞ বোলার মাশরাফি সবসময় তামিমের বিপক্ষে কঠিন সময় পার করেছেন। কিন্তু কুমিল্লার বিপক্ষে রংপুরের ম্যাচে তামিমকে আউট করতে সক্ষম হন মাশরাফি। 


ইনিংসের তৃতীয় ওভারে এসে তামিমকে স্লো বলের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মাশরাফি। তিন ফরম্যাটের ক্রিকেটে তামিমের বিপক্ষে পূর্বের রেকর্ড ভালো না থাকায় তামিমকে আউট করতে পারা মাশরাফির জন্য বিশেষ কিছু। মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করা মাশরাফি ম্যাচ শেষে বলেছেন,



promotional_ad

'প্রথমত, চার উইকেটের ভেতরে অবশ্যই তামিমের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। স্মিথেরটাও আমার কাছে  গুরুত্বপূর্ণ । তবে তামিম সবসময় আমাকে ভালো খেলে এসেছে। দীর্ঘসময় ধরে তামিম আমাকে ভালো খেলে আসছে। টি-টুয়েন্টি, ওয়ানডে, ফোর ডে... যেটাই খেলেছি, ও সব সময় আমাকে ভালো খেলে এসেছে। স্ট্রাইক রেটও ভালো থাকে আমার বিপক্ষে। 


'তাই উইকেটটা অবশ্যই আমার জন্য ইতিবাচক ছিল। যেহেতু ও আমার বিপক্ষে সবসময় সফল থাকে, ওর উইকেটটা নেয়ার কারণে আমার আত্মবিশ্বাসের জন্য ভালো হয়েছে। তারপরে স্মিথ, লুইস, ওরা কি করতে পারতে পারে আমরা সবাই জানি। আমার ক্ষেত্রে তামিমের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল।' 


কুমিল্লার মত শক্তিশালী ব্যাটিং লাইন আপে একাই ধস নামান মাশরাফি। ইনিংসের প্রথম সাত ওভারেই একে একে তামিম, লুইস, ইমরুল ও স্মিথের মত তারকা ব্যাটসম্যানদের সাজঘরে পাঠান তিনি। উইকেটের চরিত্র খুব দ্রুত বুঝে নিয়ে বল করে সফল হন তিনি। 



ইনিংসের প্রথম বলটি যখন স্ট্রাইকে থাকা তামিমের ব্যাটের পাশ ঘেষে বের হয়ে যায়, তখনই উইকেটের চরিত্র ধরতে পেরেছিলেন তিনি। তবে দ্রুত ভালো জায়গা চিহ্নিত করে বল করার কারণেই সাফল্য এসেছে। মাশরাফির ভাষায়,


'হ্যাঁ, প্রথম বল করার পর আমার কাছে মনে হয় যে উইকেটে ডাবল পেস হওয়ার সুযোগ আছে। ওইখান থেকে মনে হচ্ছিল যে ঠিক লেন্থে হিট করতে পারলে ভালো কিছু হবে এই উইকেটে। ভাগ্য ভালো যে আমরা দ্রুত উইকেট গুলো নিতে পেরেছি। খালি উইকেট পেলে তো হয় না, ভালো লেন্থে বল করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পরে যারা এসেছে সবাই ঠিক জায়গায় বলটা করতে পেরেছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball