ভারতেই অনুষ্ঠিত হবে আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর ভারতে অনুষ্ঠিত হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে এবারের আসর ভারতেই অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইপিএলের এবারের আসর ভারতেই অনুষ্ঠিত হবে। আইপিএলের এবারের আসর শুরুর তারিখও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ২৩ মার্চ পর্দা উঠছে আইপিএলের আসরের। এদিকে, এর আগে ২০০৯ ও ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের কারণে দেশের বাইরে আয়োজন করা হয়েছিল আইপিএল।
এবারও সেরকম সম্ভাবনাই তৈরি হয়েছিল। ভেন্যু হিসাবে উঠে এসেছিল আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার নাম। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
শুরুর তারিখ ঘোষণা করলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি এখনও। দলগুলোর সাথে আলোচনা করার পরই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।