বিপিএলে বিতর্ক ঘরের কোণায়ঃ ওয়াকার

ছবি: ওয়াকার ইউনিস

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের মতো বড় টুর্নামেন্টে ডিআরএসের সকল সুবিধা থাকা উচিত বলে মনে করেন সিলেট সিক্সার্স কোচ ওয়াকার ইউনুস। ঘরোয়া এমন টুর্নামেন্টে ডিআরএসে স্নিকোমিটার না থাকা মানে ঘরের মধ্যেই বিতর্কের জন্ম হওয়া।
রবিবার সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে স্টিভেন স্মিথের আউট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। পেসার আল-আমিন হোসেনের করা অফ সাইডের শর্ট বল মারতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি স্মিথ, উইকেটরক্ষক লিটন দাসের হাতে পৌঁছায় বলটি।

আউটের জন্য আবেদন করে পুরো দল। প্রথমে আম্পায়ার আউট না দিলে সাথে সাথে রিভিউ চেয়ে বসেন আল-আমিন এবং লিটন। রিভিউতে দেখা গিয়েছে বলটি ব্যাটের পাশ দিয়ে গিয়েছে, কিন্তু স্নিকোমিটার না থাকায় ব্যাট ছুঁয়েছে কিনা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না আম্পায়ারদের। ধারণার উপর আউট দেন থার্ড আম্পায়ার, যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পাতায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস লিখেছেন, 'বিপিএলের মত বড় টুর্নামেন্টে ডিআরএসের সকল ধরণের সুবিধা থাকা প্রয়োজন। স্নিকোমিটার না থাকা বিতর্কের জন্ম দেয়া। বিসিবিকে ভাবা উচিত।'
এবারই প্রথম বিপিএলে ডিআরএস ব্যবহৃত হচ্ছে। কিন্তু ডিআরএস থাকলেও নেই কোন স্নিকোমিটার। রবিবার ম্যাচ শেষে যা নিয়ে সমালোচনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মাদ সালাহউদ্দিনও।