promotional_ad

মিরাজের শিক্ষা

মেহেদী হাসান মিরাজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অধিনায়ক হিসেবে বিপিএলের প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা সইতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচে ৮৩ রানের বড় ব্যবধানে হারতে হয় রাজশাহী কিংসকে।


২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথমবারের মত শক্তিশালী ঢাকার মত দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেয়া মিরাজের জন্য সহজ ছিল না, বিষয়টি রাখঢাক না রেখে অকপটেই স্বীকার করেছেন এই তরুণ অলরাউন্ডার। 



promotional_ad

বিশেষ করে প্রথম ইনিংসে হজরতুল্লাহ জাজাই, সুনিল নারিন ও পরবর্তীতে শুভাগত হোমের আগ্রাসী ব্যাটিংয়ের বিপক্ষে বোলারদের নিয়ন্ত্রণ করা কঠিন ছিল নতুন কাপ্তান মিরাজের জন্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 


'টি-টুয়েন্টি ফরম্যাটে আসলে বোলাররা মার খায়, কোন বোলাররাই যখন ম্যাচে ফিরতে পারেনা, তখন আসলে অনেক কঠিন হয়ে যায় । এগুলো আসলে হয়ে যায়, যখন বোলাররা ভালো বল করে না, ব্যাটসম্যান বেশি ভালো ব্যাট করে, তখন অধিনায়কত্ব কঠিন হয়ে যায়।' 


প্রথম ম্যাচে তিক্ত অভিজ্ঞতা থেকে শেখার প্রতিজ্ঞা করছেন মিরাজ। হার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হতে চান তিনি। বিপিএলের মত বড় মঞ্চে পারফর্ম করে নিজেকে নেতা হিসেবে আরও পরিপক্ব হওয়ার প্রত্যাশা মিরাজের। 



'অবশ্যই এটা আমাদের জন্য বড় মঞ্চ, প্রথমবার এমন বড় জায়গায় অধিনায়কত্ব করেছি। অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছি একটা ম্যাচ থেকে। আমার কোনো কোনো জায়গায় কমতি ছিল, ভুল ছিল। এটা আসলে কিভাবে করতে হবে এটা মাথায় আরও পরিস্কার হয়েছে। আপনারা জানেন আমি আরও দুই আড়াই বছর আগে অধিনায়কত্ব করেছি। 


'অনেক দিন পর এমন চিন্তা ভাবনা করছি। আমার যেই যেই জায়গায় কমতি ছিল সেই জায়গা নিয়ে আমার টিম মেট, কোচ, তাঁরাও আমার সাথে আলোচনা করবে। অবশ্যই শেখার কোন শেষ নেই। এটা আমার জন্য বড় মঞ্চ, আমি এখান থেকে নিজেকে কতোটা পরিপক্ব করতে পারি, এটাই আসলে অনেক বড়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball