তারুণ্যে সাফল্যের পাথেয় খুঁজছেন রাজশাহী কোচ
ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে তরুণ ক্রিকেটারদের ওপর বেশি ভরসা রাখছেন রাজশাহী কিংসের কোচ মিজানুর রহমান বাবুল।
বিদেশি তারকা ক্রিকেটার দলে ভেড়ানোর দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও রাজশাহীর সাফল্য অর্জনের ব্যাপারে খুব একটা আশা হারাচ্ছেন না তিনি।
স্থানীয় এবং তরুণ ক্রিকেটাররা ভালো খেললে সাফল্য অর্জন সম্ভব হবে বলে অগাধ বিশ্বাস তাঁর। সময় টিভির সাথে আলাপকালে কিংসদের কোচ স্থানীয় ক্রিকেটারদের প্রতি তাঁর আস্থার কথা জানিয়ে বলেছেন,

'আমরা দেশি এবং তরুণ ক্রিকেটারদের ওপর বেশি আস্থা রাখি। যেহেতু তারা বেশ ভালো অবস্থানে আছে।'
বাবুল আরও মনে করেন মমিনুল, সৌম্য, মুস্তাফিজরা জ্বলে উঠতে পারলে টুর্নামেন্টে একটি ভালো অবস্থানে যাওয়া অসম্ভব কিছু হবে না কিংসদের পক্ষে। তাঁর ভাষ্যমতে,
'আমি মনে করি স্থানীয়রাই আমাদের ভালো অবস্থানে নিয়ে যাবে। স্থানীয় ক্রিকেটাররাই আমাদের শক্তি।'
উল্লেখ্য এবারের বিপিএলে রাজশাহী দলটির হয়ে খেলবেন মমিনুল হক, মুস্তফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।
অপরদিকে দলটিতে বিদেশিদের মধ্যে রয়েছেন কাইস আহমেদ, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ক্রিস্টিয়ান জনকার, ইসুরু উদানা, লরি ইভান্স এবং রায়ান টেন ডেসকাট।