আইপিএলের নিবন্ধিত তালিকায় মুশফিক, সাব্বিররা

ছবি: সাব্বির, মুশফিক

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আগামী আসরের নিবন্ধনের তালিকায় রয়েছে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম।
এর মধ্য থেকে ৮ জন ক্রিকেটারকে ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
এই আটজন ক্রিকেটারের মধ্যে আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, লিটন কুমার দাস এবং নাইম হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে এই ৮ ক্রিকেটারকে আইপিএলে অংশ নেয়ার অনুমতি প্রদান করেছে বলেছে জানা গিয়েছে।
এদিকে বাংলাদেশি এই ১০ জন ক্রিকেটার সহ সর্বমোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ ৫৯ জন।
এছাড়াও অস্ট্রেলিয়া থেকে ৩৫ জন, উইন্ডিজ থেকে ৩৩ জন, শ্রীলংকা থেকে ২৮ জন, আফগানিস্তান থেকে ২৭ জন, নিউজিল্যান্ড থেকে ১৭ জন এবং ইংল্যান্ড থেকে ১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
উল্লেখ্য এর আগে আইপিএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল।