promotional_ad

স্পিন প্রতিভা অন্বেষণে বিপিএলকে পছন্দ যোশির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরেই নতুন প্রতিভাবান স্পিনার খোঁজের মিশনে নামবেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।


রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই ভারতীয়। যোশি জানিয়েছেন বিপিএলে নতুন স্পিনার অন্বেষণে এরই মধ্যে পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। আর তাঁর এই পরিকল্পনার সমর্থনও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  



promotional_ad

'আমি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে স্পিন প্রতিভা অন্বেষণে একটি পরিকল্পনা সাজিয়েছি। বোর্ড এরই মধ্যে ট্যালেন্ট হান্টের এই প্রোগ্রামকে সমর্থন দিয়েছে,'  বলেছেন সাবেক এই ভারতীয় স্পিনার। 


মূলত একজন ব্যতিক্রমধর্মী এবং রহস্যজনক স্পিনারের খোঁজে রয়েছেন যোশি। আর সেই লক্ষ্যেই এখন কাজ শুরু করতে যাচ্ছেন তিনি বলে জানিয়েছেন গণমাধ্যমকে। তেমন কাউকে পেলে যথাযথভাবে গড়ে তোলা হবে উল্লেখ করে ভারতীয় এই কোচ বলেন,


'আমরা মিস্ট্রি স্পিনারের খোঁজ করছি এবং আমরা সেটি করছি বেশ গুরুত্বসহকারেই- স্পিনাররা যাদের বোলিং অ্যাকশন রহস্যজনক সেটি হতে পারে রিস্ট স্পিনার কিংবা বাঁহাতি অথবা ডানহাতি স্পিনার। আমরা যদি এমন সম্ভাবনাময় কাউকে পেয়ে থাকি তাহলে তাঁকে গড়ে তুলতে পারব।'



উল্লেখ্য ২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের  দায়িত্ব গ্রহণ করেন ৪৮ বছর বয়সী সুনীল যোশি। এর আগে ২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে ওমানের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball