promotional_ad

কোহলিই থাকছেন অধিনায়ক

ভিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব হারাচ্ছেন ভিরাট কোহলি। শোনা গিয়েছিল তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে দেয়া হবে এই দায়িত্ব।


কিন্তু রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বের হওয়া সংবাদটি একদমই সঠিক নয়। আইপিএলের আগামী আসর অর্থাৎ ১২তম মৌসুমের জন্য ভারতের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলিই থাকছেন তাদের দলের অধিনায়ক।


promotional_ad

'আমরা এই সংবাদ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি, এটি সঠিক নয়। এবং ভিরাট কোহলি পরবর্তী মৌসুমের জন্যও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক থাকবে।'


এখন অবধি আয়োজিত আইপিএলের ১১টি আসরের মধ্যে একটিতেও শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি ভিরাট কোহলির দলের। তিনটি আসরে রানার্স-আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে।


ভিলিয়ার্স, কোহলি, ম্যাককালামের মতো টি-টুয়েন্টির তারকা ক্রিকেটাররা থাকা সত্ত্বেও ফলাফল প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর। আর যে কারণে দলটিতে কিছু পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট কমিটি।


ইতিমধ্যে দলটির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং ভারত দলের সাবেক কোচ গ্যারি কারস্টনকে। এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের পরিবর্তে এই দায়িত্বটি পেয়েছেন সাবেক ভারতীয় পেসার আশীষ নেহারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball