আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছেন কারান

ছবি: স্যাম কারান

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দারুণ পারফর্মেন্স করে যাচ্ছেন স্যাম কারান। আর এই পারফর্মেন্সেই আইপিএলে দরজা খুলতে পারে ২০ বছর বয়সী এই অলরাউন্ডারের।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে কারানকে দলে ভেড়ানোর। ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নাকি একরকম মনস্থির করেছে কারানকে দলে ভেড়ানোর ব্যাপারে, এমনটাই দাবি ভারতীয় টিভি চ্যানেলগুলোর।

এছাড়া আরও চারটি ফ্র্যাঞ্চাইজির নজর আছে কারানের প্রতি। উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে যাচ্ছেন কারান। আট নম্বরে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ের সামাল দিচ্ছেন তিনি। নিয়মিতই রান পেয়ে যাচ্ছেন।
আবার বল হাতেও তার পারফর্মেন্স বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত খেলা চার টেস্টের ছয় ইনিংসে ব্যাট হাতে ৪৫ এর বেশী গড়ে কারান করেছেন ২৭১ রান। আটে নেমে ফিফটিও করেছেন দুটি।
এছাড়া বল হাতে নিয়েছেন দশটি উইকেট। ইনিংসে পাঁচটি উইকেট পাননি একবারও, যার অর্থ প্রতি ম্যাচেই ক্রমাগত ভাল বোলিং করে যাচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার আইপিএলে কোন দলে খেলেন, এটাই এখন দেখার।