রিয়াদকে মিস করবে দলঃ গেইল

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপকে সামনে রেখে চলতি মাসের ৭ তারিখ দেশে ফিরবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর দেশে ফেরার আগে সিপিএলে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
সোমবার ব্যাট হাতে সিপিএলে ঝড় তুলেছিলেন রিয়াদ। তার ১১ বলে ২৮ রানের ইনিংসের উপর ভর করেই প্লে-অফ নিশ্চিত করে ক্রিস গেইলের দল সেন্ট কিটস।

এর আগের ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে না পারলেও শেষ দিকে এসে ঠিকই নিজের সামর্থ্যের প্রমান দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন সেন্ট কিটসের দলপতি ক্রিস গেইল। সেই সঙ্গে সিপিএল ছেড়ে রিয়াদ দেশে গেলে তার অভাব বোধ করবে দলটি। গেইল বলেন,
'রিয়াদ এবং ডাসেনকে ধন্যবাদ দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। রিয়াদের ক্যামিওতেই আমরা শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পেরেছি।
আর এক ম্যাচ পরেই রিয়াদ দেশে ফিরে আসবে, আমরা তাকে মিস করবো অনেক। এখন বাকিদের জন্য সুযোগ বাড়তি দায়িত্ব নেয়ার।'
উল্লেখ্য যে, এখন পর্যন্ত সিপিএলে ৯ ম্যাচ খেলে চারটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সেন্ট কিটস। বুধবার নিজেদের শেষ ম্যাচে বার্বাডোসের মুখোমুখি হবে রিয়াদরা।