বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ নির্ধারণ

ছবি: বিপিএল নিয়ে বৈঠক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী মাসের ২৫ তারিখ। শনিবার এক বিশ্বস্ত সূত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
বিপিএলের ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবরে। কিন্তু জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে পিছিয়ে দেয়া হয় বিপিএল শুরুর দিনক্ষণ।

নতুন তারিখ অনুযায়ী আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের। এবারের বিপিএল ফিরছে পুরনো নিয়মে। গেল আসরে পাঁচ বিদেশী খেলানোর নিয়ম করলেও এবারের আসরে চার বিদেশী একাদশে রেখে নামতে হবে দলগুলোকে।
এছাড়াও ড্রাফট থেকে ক্রিকেটার দলে ভেড়ানোর পাশাপাশি আগের আসরের ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। আর ভেন্যু হিসেবে থাকবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামগুলো।
এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগের পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে তিনবার শিরোপা ঘরে তুলেছে ঢাকা, একবার করে জিতেছে কুমিল্লা এবং এবং রংপুর।
আর পাঁচ আসরের চারটিতেই শিরোপা জয়ী দলে ছিলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মোর্তুজা। আর এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও তিনি।