আইপিএলের আদলে এবার গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা

ছবি:

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টুয়েন্টির মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। আইপিএল, বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাওয়া লেগেছে পশ্চিমা বিশ্বেও।
বিশেষ করে উপমহাদেশ তথা ভারতীয় দর্শকদের আধিক্য থাকায় আইপিএলের মত টুর্নামেন্টের কদর ঊর্ধ্বমুখী। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আসা দর্শকরাও পশ্চিমা বিশ্বের ক্রিকেটের পালে হাওয়া দিচ্ছে।
যার কারনে দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করার পরিকল্পনা করেছে ক্রিকেট কানাডা এবং সেখানকার স্থানীয় উদ্যোক্তারা।
আইপিএলের মতই কানাডিয়ান এই লীগ আয়োজন করছে তারা। আসরে থাকছে ছয়টি দল। দলগুলো যথাক্রমে ক্যারিয়াবিয়ান অলস্টারস, টরোন্টো ন্যাশনালস, মন্ট্রেল টাইগার্স, ওত্তাওয়া রয়্যালস, ভ্যানকবার নাইটস, উইনিপেগ হকস।

জুনের ২৮ তারিখ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত চলবে গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা নামের এই লীগ। ছয় দলের মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে একটি করে ম্যাচ হবে।
এরপরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের চারটি দল নিয়ে হবে প্লে অফের খেলা। সেখানে প্রথম দুইটি দলের খেলায় জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। আর পরাজিত দল তৃতীয় আর চতুর্থ দলের মধ্যে জয়ী হওয়া দলের বিপক্ষে লড়বে।
এরপরে ফুটবল বিশ্বকাপের দিনই ফাইনালে লড়বে ফাইনালিস্টরা। অর্থাৎ আইপিএলের আদলেই করা হচ্ছে এই লীগ। গত ফেব্রুয়ারি থেকেই আভাস পাওয়া যাচ্ছিলো এই লীগের।
ক্রিকেট কানাডার সভাপতি তখন জানিয়েছিলেন কানাডার তিনটি ভেন্যুতে এই আসর হবে। যদিও এই আসরের ভেন্যু সম্পর্কে এখনো জানা যায়নি। এখনো নিশ্চিত করা হয়নি আসরের অন্যান্য খুঁটিনাটি বিষয় গুলোও।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ