দুঃসংবাদ শুনল রাজস্থান

ছবি:

এবারের আইপিএলে হটাত করেই ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। আসরে ১২ ম্যাচে ছয়টি জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে আছে তারা, আছে প্লে অফের দৌড়ে।
এরমধ্যে শেষ তিনটি ম্যাচে একটানা জিতেছে তারা। দলটির হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন জশ বাটলার। মৌসুমে শেষ পাঁচটি ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

গেলো ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারাতেও ভূমিকা রেখেছেন বাটলার। দলটি এখন প্লে অফের স্বপ্ন দেখছে। প্লে অফে যেতে সামনের দুটো ম্যাচেই রান রেটে এগিয়ে থেকে জিততে হবে দলটিকে।
এদিকে সামনের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ শুনল দলটি। আর তা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।
ভারতীয় মুদ্রায় ১২ লাখ রুপি জরিমানা গুনতে হবে রাহানেকে। এই আসরে প্রথমবারের মতো জরিমানা গুনতে হল আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী দলকে। এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে আইপিএল ম্যানেজমেন্ট।