promotional_ad

ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলেন কোহলি-ভিলিয়ার্সরা

promotional_ad

আইপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই জয়ে আসরে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ব্যাঙ্গালুরু। 


বাকী তিনটি ম্যাচে টানা জিততে পারলে প্লে অফে উঠেও যেতে পারে তারা। যদিও তা নির্ভর করবে বাকী দলগুলোর উপরে। ১১ ম্যাচে চারটি জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে তারা। আর আটে থাকা দিল্লী আসর থেকে আগেই ছিটকে পড়েছে।


১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ব্যাঙ্গালুরু। আইপিএলে অভিষিক্ত নেপালি লামিচান্নে এদিনে শুরুর দিকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন পার্থিব প্যাটেলকে (৬)।


আর বোল্টের শিকার হয়ে ফেরেন ওপেনিং করতে নামা মঈন আলী (১)। এরপরে দলের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি। দুজনে মিলে গড়েন ১১৮ রানের জুটি।



promotional_ad

৪০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭০ রান করে অমিত মিশ্রার শিকার হয়ে ফেরেন কোহলি। ১৪ বলে ১৩ রান করে ফিরে যান মান্দিপ সিংও। শেষদিকে আট বলে ১১ রান করে সরফরাজ খান ফিরে যান।


কিন্তু একদিকে তখনো ছিলেন এবি ডি ভিলিয়ার্স। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৩৭ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় করেন অপরাজিত ৭২ রান। দিল্লীর হয়ে দুটি উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট।


এদিনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে দিল্লী। দলীয় ১৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা (প্রিথভি শ্ব- ২ রান, জেসন রয় ১২ রান)। এরপরে হাল ধরেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার এবং রিশভ পান্ত।


দলীয় ১০৯ রানে মঈন আলীর শিকার হয়ে ফিরে যান পান্ত। ফিরে যাওয়ার আগে ৩৪ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যান। ইনিংসে ছিল পাঁচটি চার আর চারটি ছক্কার মার।



আইয়ার ফেরত যান ৩৫ বলে ৩২ রান করে। শেষদিকে অভিষেক শর্মার ১৯ বলে ৪৬* রানের ক্যামিওতে বিশ ওভারে চার উইকেটে ১৮১ রান করে দিল্লী। আইপিএলে অভিষিক্ত অভিষেকের ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কার মার। ব্যাঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নেন যুবেন্দ্র চাহাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball