কলকাতার বিপক্ষে অনিশ্চিত গম্ভীর?

ছবি:

আইপিএলে আবারো কলকাতার বিপক্ষে মাঠে নামছে দিল্লী ডেয়ারডেভিলস। তবে এবার আর দিল্লীর অধিনায়ক হিসেবে থাকছেন না গৌতম গম্ভীর। ফিরোজ শাহ কোটলায় রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠেয় এই ম্যাচে দিল্লীর একাদশেও অনুপস্থিত থাকতে পারেন তিনি।
যদিও এই ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায়নি। টিম ম্যানেজমেন্ট সুত্রে শুধু জানা গেছে, টানা অফফর্মে থাকায় এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন গম্ভীর। অবশ্য কলকাতার স্পিনারদের বিপক্ষে ভালো করার সম্ভাবনা আছে গম্ভীরের।
আসরে পেসারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট মাত্র ৭০, আউট হয়েছেন চারবার; যেখানে স্পিনারদের বিপক্ষে একবারও আউট হননি। এছাড়া স্পিনারদের বিপক্ষে স্ট্রাইক রেট ১৫৩.৫।
তাই গম্ভীরের বদলে দিল্লীর স্কোয়াডে ঢুকতে পারেন কলিন মুনরো। হালকা ইনজুরিতে পরায় দিল্লীর আরেক ওপেনার জেসন রয়ও এই ম্যাচে অনিশ্চিত। গম্ভীর নেতৃত্ব ছাড়ায় স্রেয়াশ আইয়ারের নেতৃত্বে নতুন উদ্যমে মাঠে নামতে চায় দিল্লী।
ছয় ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। অপরদিকে অনেকটা ফুরফুরে মেজাজে তাদের বিপক্ষে মাঠে নামবে দিনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স।

ছয় ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে শাহরুখ খানের দল। একাদশ অপরিবর্তিত নিয়েই মাঠে নামার সম্ভাবনা তাদের; যদিও ইনজুরি এড়ানোর জন্য গেলো কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও বল না করার সম্ভাবনা আছে আন্দ্রে রাসেলের।
মানসিক স্বস্তিতে আছে কলকাতা। আসরে আগের বারের দেখায় দিল্লীকে ৭১ রানে হারিয়েছে তারা। এছাড়া মোট ২০ বারের দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে কলাকাতাই। দিল্লী জিতেছে সাতটি ম্যাচে।
সম্ভাব্য একাদশঃ-
দিল্লি ডেয়ারডেভিলসঃ পৃথ্বী শ, কলিন মুনরো / জেসন রায়, গ্লেন ম্যাক্সওয়েল, স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), রিশভ পান্ত (উইকেটরক্ষক), বিজয় শংকর, রাহুল তেওয়াটিয়া, লিয়াম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান, ট্রেন্ট বোল্ট।
কলকাতা নাইট রাইডার্সঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, টম কুরান, পীযূষ চাওলা, শিবম মভি, কুলদীপ যাদব।